রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আঁখি মোটামুটি আছেন। আমি আজকে দেখতে গিয়েছিলাম। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রবিবার তার ড্রেসিং খোলা হবে।’
এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, আঁখির শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর মিরপুরে শুটিং করতে গিয়ে বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি।
সময়বিডিটোয়েন্টিফোর.কম/সুজন বিক্রম