অবশেষে মেয়ে মালতী মেরি চোপড়ার মুখ দেখালেন প্রিয়াঙ্কা চোপড়া। কন্যাকে জনসম্মুখে আনলেন বলিউড এ অভিনেত্রী
সোমবার (30 জানুয়ারী) একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল প্রিয়াঙ্কা কন্যাকে। প্রিয়াঙ্কা কন্যা মালতীকে সেই ইভেন্টে নিয়ে এসেছিলেন যেখানে নিক জোনাস এবং তার ভাইরা তাদের হলিউড ওয়াক অফ ফেম তারকা পেয়েছিলেন। অনলাইন ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে কন্যা মালতীকের সাথে প্রিয়াঙ্কার নানা ভঙ্গিতে ছবি।
গত বছর সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা।
এর আগে মেয়ে মালতীর অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেও তার মুখ দেখা যায়নি।
সূত্র: হিন্দুস্তান নিউজ হাব
সময়বিডি২৪.কম/সুজন বিক্রম