বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্যরা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে কোকোর কবরে তারা ফাতিহা পাঠ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মিডিয়া সেল সদস্য ডক্টর মোর্শেদ হাসান খান, শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন, আতিকুর রহমান রুমন ও শায়রুল কবির খান প্রমুখ।
সময়বিডিটোয়েন্টিফোর.কম/মশিউর রহমান