পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের মাটির নিচে সিমেন্টের প্লাস্টার করে সাত কেজি গাঁজা লুকানো অবস্থায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি সানু গাজী ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে কলাপাড়া উপজেলার আলীপুরের থ্রি-পয়েন্ট এলাকায় মহিপুর থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে সানু গাজীকে গ্রেপ্তার করতে গভীর রাতে পুলিশ অভিযান চালায়। এসময় তার বাড়ির রান্না ঘরের চুলার পাশে মাটির নিচে টিনের ড্রামের মধ্যে ০৭ (সাত) কেজি গাঁজা রেখে তার উপরে সিমিন্টের প্লাস্টার করে লুকিয়ে রাখে। তার সকল কৌশল ব্যর্থ করে মহিপুর থানা পুলিশ উক্ত গাঁজা উদ্ধার করে। এসময় তার আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির ৩১ হাজার ৯০০ টাকাও জব্দ করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শনিবার (২১ জানুয়ারি) গ্রেপ্তার সানুকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সময়বিডি২৪.কম/আল-আমিন