এ বছরের বিপিএল হার দিয়ে শুরু করেছিল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। শুক্রবার (২০ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল।
টস হেরে ফরচুন বরিশাল ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দ্বিতীয় ওভারেই তারা হারায় সাইফ হাসানের উইকেট। সাইফ ৬ বলে ১০ রান করেন। ঢাকার অধিনায়ক নাসির পরের ওভারে বল তুলে দেন আরাফাত সানির হাতে। তার ওভারের পঞ্চম বলে আউট হন এনামুল হক বিজয়। ৬৩ রানে ফরচুন বরিশালের শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে ফিরেছিলেন। ৮৯ রানে উইকেট পড়ে ৫টি। ফলে বেশ বিপদে পড়েছিল দলটি। সেখান কে মাহমুদউল্লাহ রিয়াদ আর ইফতিখার আহমেদের ৫৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। এই জুটিতে ভর করেই ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল। ঢাকার হয়ে ২টি উইকেট নেন নাসির। একটি করে উইকেট পান সানি, মুক্তার আলি ও সালমান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ঢাকার দুই ওপেনার। তবে ১৬ রানে সৌম্য সরকার এবং উসমান ঘানি বিদায় নেন ৩০ রান করে। এরপর দ্রুত মোহাম্মদ ইমরান ফিরলে চাপে পড়ে ঢাকা। তবে সে চাপকে জয় করে এগিয়ে যেতে থাকেন মিঠুন-নাসির জুটি। এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৯ রানের জুটি। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে যান নাসির। ৫৪ রানে অপরাজিত থাকেন ঢাকার এই অধিনায়ক। নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা ডমিনেটরস। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করতে সক্ষম হয় দলটি। ফলে ১৩ রানে জয় পায় বরিশাল।
সময়বিডি২৪.কম/আশিকুর রহমান