বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঢাকায় আনতে তোড়জোর চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের লক্ষ্য লিওনেল মেসিদের ঢাকায় এনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলানো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
বাফুফে সূত্র জানিয়েছে, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে গেছে। জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।
দেশের একমাত্র আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।
ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ চলাকালে ঢাকায় মেসি ভক্তদের উন্মাদনা দেখেছেন আর্জেন্টাইনরা। পরে চ্যাম্পিয়নের মুকুট লিওনেল মেসির মাথায় ওঠার পর আর্জেন্টিনা দূতাবাসেও শুভেচ্ছা বিনিময় হয়েছে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা।
সময়বিডিটোয়েন্টিফোর.কম/আশিকুর রহমান