ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে আগামীকাল রবিবার (১৫ জানুয়ারি) লাখ লাখ মানুষের সমাগম হবে। এজন্য আজ শনিবার দিবাগত রাত ১২ টার পরে থেকে টঙ্গীর ইজতেমা মাঠ সংলগ্ন রাস্তাগুলো আখেরি মোনাজাতের উদ্দেশে বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।
আজ সকালে ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে পুলিশের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, শনিবার মধ্যরাত থেকে কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।
তিনি আরও জানান, তবে একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চায় তারা ট্রেন ব্যবহার করতে পারবে।
জিএমপি কমিশনার বলেন, ‘ট্রাফিক বিভাগকে ঢেলে সাজিয়েছি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাক ধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা, রুফটপ, ড্রোনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।
‘ইজতেমা মাঠে যারা শুরা সদস্য আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। চেষ্টা করছি যেন রবিবার বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হয়। সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে জিএমপিসহ পুলিশের অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে’- জানান মোল্ল্যা নজরুল ইসলাম।
এ সময় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আবু সুফিয়ান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো: দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎমিশ, উপ-কমিশনার (ট্রাফিক) মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
সময়বিডি২৪.কম/রায়হান জয়