আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। কপ ক্রিয়েশন এর ব্যানারে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
গত বছর মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ ছবির সিক্যুয়েল হিসেবে একই সঙ্গে নির্মিত হয়েছিল ‘ব্ল্যাক ওয়ার। এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
সিনেমার কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হচ্ছে।’
চিত্রনায়ক আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর, সৈয়দ আরেফ, প্রমুখ।
৪৪টি সিনেমাহলের লিস্ট নিচে দেওয়া হলোঃ-
১. স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা শপিং মল, পান্থপথ
২. স্টার সিনেপ্লেক্স, এসকেএস টায়ার, মহাখালী
৩. স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, ধানমন্ডি
৪. স্টার সিনেপ্লেক্স, সনি স্কোয়ার, মিরপুর
৫. স্টার সিনেপ্লেক্স, বন্ধবন্ধু আর্মি মিউজিয়াম, বিজয় স্মরনী
৬. ব্লক বাস্টার সিনেমাস, যমুনা ফিউচার পার্ক
৭. মধুমিতা সিনেমা, ঢাকা
৮. শ্যামলী সিনেমা, ঢাকা
৯. চিত্রামহল সিনেমা, ঢাকা
১০. আনন্দ সিনেমা, ঢাকা
১১. বিজিবি অডিটোরিয়াম, ঢাকা
১২. গীত সিনেমা, ঢাকা
১৩. নিউ মেট্রো সিনেমা, নারায়ণগঞ্জ
১৪. সিনেস্কোপ সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জ
১৫. সেনা অডিটোরিয়াম, সাভার ক্যান্টনমেন্ট
১৬. চাদঁমহল সিনেমা, কাঁচপুর
১৭. ঝুমুর সিনেমা, জয়দেবপুর
১৮. চন্দ্রিমা সিনেমা, শ্রীপুর
১৯. নবীন সিনেমা, মানিকগঞ্জ
২০. মধুবন সিনেপ্লেক্স, বগুড়া
২১. রুপকথা সিনেমা, পাবনা
২২. মডার্ন সিনেমা, দিনাজপুর
২৩. তামান্না সিনেমা, সৈয়দপুর
২৪. নন্দিতা সিনেমা, সিলেট
২৫. শাপলা সিনেমা, রংপুর
২৬. সুগন্ধা সিনেমাহল, কাজীর দেউড়ি, চট্টগ্রাম
২৭. ছায়াবানী সিনেমা, ময়মনসিংহ
২৮. চিত্রালী সিনেমা, খুলনা
২৯. শংখ সিনেমা, খুলনা
৩০. সত্যবতী সিনেমা, শেরপুর
৩১. পূর্বাশা সিনেমা, শান্তাহার
৩২. রাজ সিনেমা, কুলিয়ারচর
৩৩. মোহন সিনেমা, হবিগঞ্জ
৩৪. সেনা অডিটোরিয়াম, ঢাকা ক্যান্টনমেন্ট
৩৫. মম ইন, বগুড়া
৩৬. অভিরুচী সিনেমা, বরিশাল
৩৭. মনিহার সিনেমা, যশোর
৩৮. রূপালী কুমিল্লা
৩৯. স্টার সিনেপ্লেক্স, বালি আর্কেড, চকবাজার, চট্টগ্রাম
৪০. স্টার সিনেপ্লেক্স, রাজশাহী
৪১. রুটস সিনেক্লাব, সিরাজগঞ্জ
৪২, লায়ন সিনেমাস, কেরানীগঞ্জ
৪৩. সিলভার স্ক্রীন, ফিনলে স্কয়ার, চট্টগ্রাম
৪৪. গ্র্যান্ড সিলেট, সিলেট
(বি.দ্রঃ পরবর্তীতে আরো সংযুক্ত হতে পারে)
সময়বিডি২৪.কম/সুজন বিক্রম