পটুয়াখালীর কলাপাড়ায় মো. বেল্লাল হোসেন গাজী (৪৫) নামের এক মোটরসাইকেল চালক খুন হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া এলাকার একটি খাল পাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ।
মৃত বেল্লাল হোসেন পাশ্ববর্তী আমতলী উপজেলার ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে। সে আমতলী-কুয়াকাটা রুটে ভাড়ায় মোটরসাইকেল চালাতো বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সময়বিডি২৪.কম/আল-আমিন