এক মাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব ফুটবলের রাজা পেলে। কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন তিনি। তার আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো।
তার ক্যারিয়ারের সেরা কিছু ম্যাচ যেখানে খেলেছেন, সেই ভিলা বেলমিরো স্টেডিয়ামে আগামী সোমবার ও মঙ্গলবার তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। ব্রাজিলের জনসাধারণ তাকে জানাবেন শেষ শ্রদ্ধা।
একসময় সান্তোস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে। তার মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাও পাওলোর বাইরে ভিলা বেলমিরো স্টেডিয়ামে জনসাধারণ পেলেকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারবে।’
‘তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জয়ীকে বহনকারী কফিনটি সোমবার ভোরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে স্টেডিয়ামে নেয়ার পর কফিনটি মাঠের মাঝখানের বৃত্তের ভেতর রাখা হবে এবং তার শতবর্ষী মা সেলেস্তের বাড়ির সামনে রাখা হবে। পেলের মাও বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় পেলেকে শেষশ্রদ্ধা জানানো শুরু হবে এবং ২৪ ঘণ্টা ধরে তা চলবে।
মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা নামক কবরস্থানে পেলেকে সমাধিস্থ করা হবে। সেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
এদিকে, কিংবদন্তির প্রয়াণে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
সময়বিডি২৪.কম/আশিকুর রহমান