ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। এখনো নিয়মিত চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সরকারি অনুদানের ‘দেশান্তর’ সিনেমায় অভিনয় করেন তিনি। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন।
মুক্তির অনুমতির আশায় সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। আজ রবিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক আশুতোষ সুজন নিজেই।
এ সিনেমা প্রসঙ্গে পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘‘আমরা গত সেপ্টেম্বরে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। বিভিন্ন কারণে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি। আশা করছি, এ সপ্তাহে মুক্তির অনুমতি পেয়ে যাবো। আর সিনেমা মুক্তির জন্য অন্য কাজগুলোও গুছিয়ে আনছি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব।’’
‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। আর এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী। তার বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে।
মৌসুম- আহমেদ রুবেল ছাড়াও ‘দেশান্তর’ ছবিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।
সময়বিডি২৪.কম/সুজন বিক্রম