ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টাইগারদের দেওয়া ১৩৮ রানের টার্গেটে খেলতে নেমে জয়ের জন্য নিউজিল্যান্ডকে খুব একটা বেশি বেগ পেতে হয়নি। শুরুতে শরীফুল ইসলামের বলে অ্যালেন ফিন ১৬ রানে ফিলরেও কিউই শিবিরে মোটেও ধাক্কা লাগেনি। উল্টো ডেভন কনওয়ের মারমুখী ও কেন উইলিয়ামসনের শান্ত ব্যাটে জয়ের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ২৯ বলে ৩০ রান করে উইলিয়ামসন সাজঘরে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কনওয়ে। খেলেছেন দুর্দান্ত ইনিংস ৫১ বলে করেছেন ৭০ রান।
আর শেষের ঝড়টা তুলেছেন গ্লেন ফিলিপস। এই ব্যাটার ৯ বলে ২৩ রান করেছেন। যার বদৌলতে ২ ওভার বাকি থাকতেই ১৪২ রানে পৌঁছে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। টানা দুই ম্যাচ হারে সিরিজে টিকে থাকার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল বাংলাদেশের।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ইনিংসের সূচনা করতে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে ড্রাইভে চার মেরে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী মিরাজ। ঐ ওভারেই মিড অনে ক্যাচ দিয়ে বিদায় নেন মিরাজ।
এপর লিটন দাসের সাথে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। পাওয়ারপ্লেতে বাংলাদেশের রান হয় ১ উইকেটে ৪১। সপ্তম ওভারে রানের গতি বাড়ানোর প্রয়াস নেন শান্ত। ঐ ওভারে ১২ রান এলেও পরের ওভারেই লাগাম টেনে ধরে নিউজিল্যান্ড। মিচেল ব্রেসওয়েলের এক নির্বিষ ডেলিভারিতে ক্যাচ তুলে দেন লিটন দাস। ১৬ বল খেলে ১৫ রান করেন। লিটনের উইকেট দিয়েই শুরু হয় ছন্দপতন। পরের ওভারেই লেগ স্পিনার ইশ সোধির বলে ডাউন দ্যা উইকেটে এসে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েন শান্ত। ২৯ বলে ৩৩ রান করেন শান্ত।
চার নাম্বারে নামা আফিফ হোসেন শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন। ব্যাটে বলে সংযোগ ঠিকঠাকভাবে হচ্ছিল না তার। ডাউন দ্যা উইকেটে এসে খেলা বা রিভার্স সুইপের চেষ্টা করলেও পারছিলেন না টাইমিং করতে। অপর প্রান্তে উইকেটের পতন চলতে থাকে নিয়মিত। আগের ম্যাচে রান না করতে পারা মোসাদ্দেক হোসেন সৈকত, এ ম্যাচে সোধির বলে সাজঘরে ফিরেন ২ রান করে। আগের ম্যাচে ৪২ রান করা ইয়াসির আলিও পারেননি দুই অঙ্কের ঘরে যেতে। ব্রেসওয়েলের বলে মিড উইকেটে ক্যাচ দেন ইয়াসির।
অধিনায়ক সাকিব আল হাসান সাত নম্বরে নামেন। ছন্দে না থাকা আফিফ ও সাকিব মিলে যোগ করেন ২৪ রান। ১৭তম ওভারে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন আফিফ ২৬ বলে করেন ২৪ রান। বাংলাদেশের রান রেট ছয়ের আশেপাশেই রাখেন নিউজিল্যান্ডের বোলাররা। সাকিবও বিদায় নেন অনিয়ন্ত্রিত শট খেলে। বোল্টের বলে ফিরে যান ১৬ বলে ১৬ করে। শেষদিকে ২ চার ও ১ ছক্কায় ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। সোহানের ব্যাটিংয়ে ভর করে ১৩৭ রান করে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ এদিনও রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নুরুল হাসান সোহান ছাড়া সবাই খেলেছেন ওয়ানডে গতিতে।
সময়বিডিটোয়েন্টিফোর.কম/আশিকুর রহমান