শুক্রবার, ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ
সময়বিডি২৪.কম
Advertisement
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • নগর জীবন
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • হলিউড
  • খেলাধুলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • করোনা ভাইরাস
  • বিশেষ প্রতিবেদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
No Result
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • নগর জীবন
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • হলিউড
  • খেলাধুলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • করোনা ভাইরাস
  • বিশেষ প্রতিবেদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
No Result
View All Result
সময়বিডি২৪.কম
No Result
View All Result
Home জাতীয়

শেখ হাসিনার কাছ থেকে শিখুন: পাকিস্তানের পত্রিকায় নিবন্ধ

নিউজ ডেস্ক

আগস্ট ৪, ২০২২
in জাতীয়
0
শেখ হাসিনার কাছ থেকে শিখুন: পাকিস্তানের পত্রিকায় নিবন্ধ

‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ এ প্রকাশিত নিবন্ধের শিরোনামের স্ক্রিনশট ও লেখকের ছবি (বামে) এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডানে)

     

বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। ‘টেক অ্যাওয়েস ফ্রম বাংলাদেশ’স লিডারশিপ’ শিরোনামে গত মঙ্গলবার পত্রিকাটি একটি নিবন্ধ প্রকাশ করে। এতে দেশটির প্রখাত কলামিস্ট ‘সাহেবজাদা রিয়াজ নূর’ তার দেশের কর্তৃপক্ষকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সাহেবজাদা রিয়াজ নূর পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের মুখ্য সচিব ছিলেন।

নিবন্ধে বলা হয়, বছরের পর বছর ধরে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করেছে। এই উন্নয়নের কৃতিত্ব দেশটির নেতৃত্বকে দেওয়া যেতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন, এই সেতুকে দেশের ‘গর্ব ও সামর্থ্যের প্রতীক’ আখ্যা দিয়েছেন নিবন্ধটির লেখক।

তিনি বলেন, শেখ হাসিনা ৯০ এর দশক থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা এবং পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট। তিনি রাজনৈতিক প্রভাবের সঙ্গে অর্থনৈতিক নীতির ভারসাম্যের দিকে মনোযোগ দিয়েছেন।

শেখ হাসিনা তার বাবার সমাজতান্ত্রিক এজেন্ডা থেকে বাজারভিত্তিক পুঁজিবাদী প্রবৃদ্ধির দিকে মনোনিবেশ করেন। তিনি অন্যান্য এশিয়ান দেশগুলো থেকে শিখেছেন, যাদের অর্থনৈতিক সাফল্যের ভিত্তি চারটি। এই ভিত্তিগুলো হলো রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক উন্নয়ন, রপ্তানিকেন্দ্রিক প্রবৃদ্ধির সঙ্গে বাণিজ্য নীতি উদারীকরণ এবং আর্থিক সংযম।

একটি সম্মেলনে এক অর্থনীতিবিদ যখন তাকে বাণিজ্য উদারীকরণের সুবিধা সম্পর্কে বলছিলেন, শেখ হাসিনা তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘বাণিজ্য উদারীকরণের বিষয়ে আমাকে বোঝাতে হবে না। আমি যখন যুগোশ্লাভিয়া সীমান্তবর্তী ইতালির শহর ত্রিয়েস্তে আমার পদার্থবিদ ও পরমাণু বিজ্ঞানী স্বামীর সঙ্গে থাকতাম, তখন দেখেছি, সীমান্ত সপ্তাহে তিন বার খোলা থাকছে এবং দুই পাশ থেকে মানুষ যাতায়াত করছে। পণ্য কিনছে এবং আবার ফিরে যাচ্ছে।’

এতে এটিই প্রমাণ হয়, রাজনীতিবিদরা সাধারণত যেসব বিষয়ে আকৃষ্ট হন, তার পরিবর্তে শেখ হাসিনা অর্থনীতির দিকে আন্তরিকভাবে মনোনিবেশ করেছিলেন।

১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে জবাবদিহিতার অভাব এবং সামরিক শাসনের প্রভাব থাকলেও ২০০৯ সাল থেকে সেনাবাহিনী অন্তরালে রয়েছে। বেসামরিক সরকারগুলোর ঘন ঘন পা পিছলে পড়া এবং সরকারগুলোর সামান্য বৈধতা বা অবৈধতার অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ। দেশটির গণতান্ত্রিক ইতিহাস মোটেই নিষ্কলঙ্ক নয় এবং এখানকার সরকার দুর্নীতি ও অদক্ষতার বিষয়ে জনসাধারণের সমালোচনা বারবার এড়িয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দূরদর্শী এবং দৃঢ় প্রত্যয় ধারণ করেছেন।

তিনি মনে করেছেন, অর্থনৈতিক অগ্রগতিই দেশের দারিদ্র্য বিমোচনের একমাত্র উপায়।

বিরোধীদেরকে বলপূর্বক নিয়ন্ত্রণের অভিযোগ থাকলেও ১৫ বছরেরও বেশি সময় ধরে টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে দেশটি ৭৫ শতাংশ দরিদ্র ছিল, কিন্তু এখন পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ ধনী।

পাকিস্তানের তুলনায় ১৯৭০ সালে বাংলাদেশ অংশে জনসংখ্যা ১ কোটি বেশি ছিল। আর এখন পাকিস্তানের ২৩ কোটি জনসংখ্যার বিপরীতে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি ৪৭ বিলিয়ন ডলার, পাকিস্তানের ২৮ বিলিয়ন ডলার।

পাকিস্তানের ১ হাজার ৫৪৩ ডলারের তুলনায় বাংলাদেশে এখন মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার। বাংলাদেশে ২০২২ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১১ বিলিয়ন, পাকিস্তানে তা ৩৪৭ বিলিয়ন ডলার। বাংলাদেশে বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ শতাংশ, পাকিস্তানে আগে যা ছিল ১২-১৫ শতাংশ। পাকিস্তানে বর্তমানে মূল্যস্ফীতি বেড়ে ২১ শতাংশ হয়েছে। ভবিষ্যতে এই হার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পাকিস্তানি রুপির তুলনায় বাংলাদেশি টাকা অনেক শক্তিশালী। বাংলাদেশের অর্থনীতিতে নারীর অধিক হারে অংশগ্রহণের পাশাপাশি স্বাক্ষরতার হার অনেক বেশি।

পাকিস্তানে রাজনৈতিক দলগুলো এখনো নিজস্ব স্বার্থ হাসিলে ব্যস্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারবার কারসাজির ফলে শক্তিশালী, গণতান্ত্রিক এবং পরিবারতন্ত্র বহির্ভূত রাস্তায় রাজনৈতিক দলগুলোর পথচলা বাধাগ্রস্ত হয়েছে। এটা অনস্বীকার্য যে, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, শক্তিশালী বেসামরিক প্রতিষ্ঠান এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘনিষ্ঠভাবে জড়িত। পাকিস্তান উত্তরাধিকার সূত্রে একটি রাষ্ট্র পেয়েছে, যেখানে শক্ত রাষ্ট্র কাঠামোর ভেতরে একটি দুর্বল বুর্জোয়া জনগোষ্ঠী গ্রহীতা-দাতার সম্পর্কে বিন্যস্ত।

দেশটি অনিবার্যভাবে বিশেষ সুবিধাপ্রাপ্ত ও কর্তৃত্বমূলক গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের সাক্ষী হয়েছে। প্রাথমিকভাবে কৃষি এবং ব্যবসায়িক আয়কে করের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রচুর শিল্প-কারখানা যে কোনো ধরনের শুল্ক থেকে অব্যাহতিপ্রাপ্ত। আমাদের পার্লামেন্টে আধিপত্য ভূস্বামীদের, ফলে কৃষি আয়করের বিষয়টিকে নাকচ করে দেওয়ার বিষয়টি আশ্চর্যজনক নয়। তবে এর ফলে কৃষি ও শিল্প খাতে কম করের কারণে সামগ্রিক করের আওতা ছোটই থেকে গেছে।

বাংলাদেশের উদাহরণ অনুসরণ করে পাকিস্তানি নেতৃত্বকে অবশ্যই জাতীয় লক্ষ্য হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথ অনুসরণ করতে হবে এবং আঞ্চলিক শান্তির পাশাপাশি সাংবিধানিক শাসনকে এগিয়ে নিতে হবে।

কার্যকর প্রতিরক্ষার সঙ্গে আপস না করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পর্যাপ্ত সম্পদ বিনিয়োগ করতে হবে। আঞ্চলিক বাণিজ্য উদারীকরণের প্রয়োজনীয়তা বিবেচনা করে ভারত, ইরান, চীন, আফগানিস্তান এবং অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চুক্তি করতে হবে। এ ছাড়া রপ্তানি বৃদ্ধির মডেল তৈরির ক্ষেত্রে উচ্চমূল্য সংযোজিত পণ্যের ওপর ফের জোর দেওয়া উচিত।

পাকিস্তান তুলনামূলক সস্তা শ্রমের যে সুবিধা ভোগ করছে সেটিকে উন্নত দক্ষতা ও উৎপাদনশীলতার দিকে নিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীদের জন্য শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যাপক উদ্যোগ নিতে হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগের জন্য একটি নিরাপদ এবং অনুকূল আইনি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষি আয়ের ওপর একটি ন্যায্য কর আরোপের শক্তিশালী প্রচেষ্টা থাকা প্রয়োজন। ধনী শিল্প প্রতিষ্ঠানকে অবশ্যই জাতীয় সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে তাদের যথাযথ অবদান রাখতে হবে। বড় করপোরেট ও প্রাতিষ্ঠানিক খাতগুলোকে করের আওতায় আনতে হবে।

পাকিস্তানের নেতৃত্ব বাংলাদেশের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারে। তবে প্রধান পদক্ষেপটি হওয়া উচিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি শেখ হাসিনার অগ্রাধিকারের বিষয়টি অনুসরণ করা, যা প্রতিরক্ষা এবং গণতন্ত্র উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সময়বিডি২৪.কম/শুব্রা রায়

 

 

Tags: পাকিস্তানশেখ হাসিনাশেখ হাসিনার কাছ থেকে শিখুন
Previous Post

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার করা হচ্ছে : প্রধানমন্ত্রী

Next Post

‘আর কান্না নয়, সবাইকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

আরও পড়ুন

১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ আইজিপির
জাতীয়

১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ আইজিপির

আগস্ট ১১, ২০২২
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ইউএনএফপি’র প্রতিনিধির সাক্ষাৎ
জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ইউএনএফপি’র প্রতিনিধির সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২২
জাতীয় শোক দিবস পালনকালে যেসব স্বাস্থ্যবিধি মানতে হবে
জাতীয়

জাতীয় শোক দিবস পালনকালে যেসব স্বাস্থ্যবিধি মানতে হবে

আগস্ট ১১, ২০২২
৫-১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনার টিকা প্রদান
জাতীয়

৫-১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক করোনার টিকা প্রদান

আগস্ট ১১, ২০২২
Next Post
‘আর কান্না নয়, সবাইকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

‘আর কান্না নয়, সবাইকে জেগে উঠতে হবে: মির্জা ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রধান উপদেষ্টা: মোঃ রাকিব হাসান সোহেল।

উপদেষ্টা: এস এম মামুন অর রশিদ।

প্রকাশক: শুব্রা রায়

সম্পাদক: সৈয়দ ওয়াহিদুল হক লিংকন

ঠিকানা: ১০৫/১ অগ্নিশিখা গলি, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯

টেলিফোন: +৮৮০৯৬৯৬২৫৬০৬৫,০১৭১২৫৪৪৬৯৩,

০১৮১১৮৫৪৫৪৫

ইমেলঃ [email protected]

নিউজ

  • Payday Loans Near me (১)
  • Uncategorized (৪৯)
  • আন্তর্জাতিক (৩৩)
  • করোনা ভাইরাস (১৩)
  • ক্রিকেট (৩৬)
  • খেলাধুলা (৩৯)
  • জাতীয় (২১২)
  • টলিউড (৯)
  • ঢালিউড (৭৫)
  • নগর জীবন (১৩)
  • বলিউড (১২)
  • বিনোদন (৯৯)
  • বিশেষ প্রতিবেদন (১১)
  • রাজনীতি (৯৫)
  • শিক্ষা (২০)
  • সারাদেশ (১২৭)
  • স্বাস্থ্য (২)

কপিরাইট © সময়বিডি২৪.কম

No Result
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • নগর জীবন
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ঢালিউড
    • টলিউড
    • বলিউড
    • হলিউড
  • খেলাধুলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • করোনা ভাইরাস
  • বিশেষ প্রতিবেদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য

কপিরাইট © সময়বিডি২৪.কম