বেশ কিছুদিন ধরেই আলোচনার টেবিলে এবারের এশিয়া কাপের আয়োজন। রাজনৈতিক অস্থিরতার ভেতরে শ্রীলংকান ক্রিকেট বোর্ড কি পারবে এশিয়া কাপ আয়োজন করতে? এই শংকা ছিল বেশ শক্তভাবেই। শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপ অন্যত্র নিয়ে যাওয়া হবে আলোচনা চলছিল তারও। সত্য হয়েছে সেটাই, এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শ্রীলংকার আয়োজনে এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপের সূচি চূড়ান্ত ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী আসছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলংকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২৭ আগস্ট শনিবার শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর রোববার।
আজ মঙ্গলবার (০২ আগষ্ট) এশিয়া কাপ ২০২২-এর চূড়ান্ত সূচি ঘোষণা করে এসিসি।
বাংলাদেশ গ্রুপ-বি’তে আফগানিস্তান এবং শ্রীলংকার সঙ্গে। টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট খেলবে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে। এই গ্রুপে তাদের সঙ্গী বাছাই পর্ব থেকে আসা একটি দল। বাছাইয়ে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যারা শীর্ষে থাকবে, তারাই ভারত ও পাকিস্তানের বিপেক্ষ খেলার সুযোগ পাবে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু দ্বীপ রাষ্ট্রটির বর্তমান আর্থিক মন্দায় রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ায় এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে। আরব আমিরাতের দুবাই এবং শারজায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সময়বিডি২৪.কম/আশিকুর রহমান