নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহ্যবাহী হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে আবারও ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন ধুলখোলা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন ঢালী। তিনি ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন। রবিবার ( ২৪ জুলাই ) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জামাল উদ্দীন ঢালীকে সভাপতির পদে মনোনীত হবার নির্দেশনা জরি করা হয়েছে। এছাড়া সাধারন শিক্ষক সদস্য পদে মাসুম বিল্লাহ, অভিভাবক সদস্য পদে মোঃ হারুন অর রশিদ এবং সদস্য সচিব করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। সভাপতি জামাল উদ্দীন ঢালী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করবো, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।
সময়বিডি২৪.কম