বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলায় উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) অনুষ্ঠিত পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন। বিকাল ৩টা নাগাদ শুরু হয়ে অর্ধ দিনব্যাপী অনুষ্ঠিত মালায় ছিল পরিচয়পর্ব, আলোচনা, স্মৃতিচারণ, ফটোসেশন রাতে ভোজ, র্যাফেল ড্র, আনন্দ আড্ডা এবং সবশেষে ছিল বিষাদে মাখা বিদায়। পরিচয় পর্বে সাবেক শিক্ষার্থীরা তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ১৯৯৬ সাল হতে ২০০১ সাল পর্যন্ত বিদ্যালয়ে ঘটে যাওয়া অম্লমধুর স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণা ও আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা বজলুর রহমান। দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত পুনর্মিলনীতে এস এস সি ২০০১ ব্যাচের প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের আশা আসছে বছর আরও ভালভাবে ২০০১ ব্যাচের আরও বেশি শিক্ষার্থীর উপস্থিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।