ঢাকা: আমরা কুঁড়ি সংগঠন থেকে পুরস্কার পেয়েছেন বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা ও সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দা কামরুন নাহার শাহনূর। সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা শাহনূর। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে সন্মাননা অনেক বড় প্রাপ্তি। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়।
নারী দিবস উপলক্ষে আলোকিত নারীদের সম্মাননা দিলেন, মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। আমরা কুঁড়ি সংগঠন কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, আগামী ২০ মে সারাদেশে মুক্তি পেতে পাচ্ছে চিত্রনায়িকা শাহনূর অভিনীত চলচ্চিত্র ‘বসন্ত বিকেল’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রফিক শিকদার।
সময়বিডি২৪.কম/সুজন বিক্রম