বিশ্বসেরা অলরাউন্ডার তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের তিন সন্তান, মা ও শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সন্তানরা মোটামুটি ভালো থাকলেও মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন।
সাকিবের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাকিবের মা শিরিন আক্তার হার্টের রোগী গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো স্বাভাবিক হতে পারেননি।
সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা জ্বরে ভুগছে। তিনজনই একই হাসপাতালে ভর্তি। যদিও তাদের অবস্থা অতোটা খারাপ নয়।
এদিকে সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ। তিনি ক্যান্সারে আক্রান্ত। বাঁহাতি ক্রিকেটারের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। ওখানেই তার চিকিৎসা চলছে।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেল্তে এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছেন সাকিব। সিরিজে ১-১ সমতা রয়েছে। ফলে তৃতীয় ওয়ানডে শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব খেলবেন না। দক্ষিণ আফ্রিকা থেকেই মা, ছেলে ও দুই মেয়ের নিয়মিত খোঁজখবর রাখছিলেন সাকিব। তবে পরিবারের সঙ্কটময় মুহূর্তে পাশে থাকতে রাতেই দেশে ফিরছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস । তিনি বলেন, পরিবারের পাশে থাকতে রাতে দেশে ফিরছেন সাকিব।
সময়বিডি২৪.কম/আশিকুর রহমান